আজ থেকে শিলচরে ফুটবল ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিশেষ কোচিং

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ মে : প্রতিভাশালী ফুটবলার খুঁজে বের করতে মঙ্গলবার থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় শুরু হচ্ছে উত্তরপূর্ব ভারতের অন্যতম ফুটবল ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (এনইইউএফসি) -র বিশেষ কোচিং শিবির। মঙ্গলবার  থেকে শিবির হবে তিনদিনের। প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে বিকেল ছটা পর্যন্ত এই দুই শিফটে কোচিং অনুষ্ঠিত হবে। পরদিন অর্থাৎ ২২ মে অনূর্ধ্ব ১৯ ( রিজার্ভ) কোচিং হবে। ২৩ মে বাছাই করা হবে প্রতিভাশালী ফুটবলারদের।

শিবিরে কোচিং করাবেন এনইইউএফসি-র অ্যাসিস্ট্যান্ট কোচ নওশাদ মুসা ও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র ইয়ুথ টিমের কোচ কনগান সারানিয়া। শিবিরকে সফল করে তুলতে জেলা ক্রীড়া সংস্থা যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রস্তুত। এজন্য ডিএসএ -র  কর্মকর্তারা সোমবার সন্ধ্যায় শিলচরের এক অভিজাত হোটেলে এনইইউএফসি-র সফরত দুই কোচ এবং ক্লাবের ইয়ুথ টিমের ম্যানেজার চিন্ময় কলিতাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি (মেজর) সুবিমল ধর, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, ফুটবল সচিব বিকাশ দাস, স্টেডিয়াম সচিব আশিষ চক্রবর্তী প্রমুখ কর্মকর্তারা। সক্ষাত করে তারা সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Author

Spread the News