স্পিকার নির্বাচনে কংগ্রেসের ইতিহাসে এমন নাটকীয় দিন আর কখনো দেখা যায়নি

৪ জানুয়ারি : কংগ্রেসের ইতিহাসে এমন নাটকীয় দিন আর কখনো দেখা যায়নি। তিন দফা ভোটাভুটির পর যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। স্থানীয় সময় বুধবার পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়। এই ঘটনার মধ্যদিয়ে রিপাবলিকান দলে সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কি না তা নিয়ে বিতর্ক আরও বাড়ল।

গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকানরা। এতে ধরেই নেওয়া হয়, রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাককার্থি পরবর্তী স্পিকার। তবে মঙ্গলবারের ভোটে তা ভেস্তে যায়। পরপর তিনবার ভোট হলেও ম্যাককার্থি নির্দিষ্ট সংখ্যক ভোট অর্জন করতে পারেননি। ম্যাককার্থির বিরুদ্ধে রিপাবলিকান দলের অনেকেই অবস্থান নিয়েছেন। মোট ২০ জন ম্যাককার্থির বিরুদ্ধে রিপাবলিকান দলের অপর সদস্য জিম জর্ডানকে প্রার্থী করেন। এতে তৃতীয় দফা ভোট শেষে ম্যাককার্থি পান ২০২টি ভোট। জিম জর্ডান ২০ ভোট আর ডেমোক্রেট মনোনীত প্রার্থী হাকিম জেফরিস পান ২১২ ভোট। হাউস অব রিপ্রেজেন্টেটিভে সব ডেমোক্রেট সদস্য তাকে ভোট দেন। তবে আসন সংখ্যা কম থাকায় হাকিম জেফরিস স্পিকার নির্বাচিত হতে পারবেন না বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

Author

Spread the News