অসম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভকে দল থেকে বহিষ্কার

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুন : অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ ও দল থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হল। সোমবার অসম গণ পরিষদ দলের ভ্রাতৃ সংগঠন অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বরগোঁহাই ও কার্যকরী সভাপতি ঋষিকেশ শর্মার নির্দেশক্রমে কাছাড় জেলা যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেবের অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

সামাজিক, গণ মাধ্যমে প্রমাণসহ যে সব চিত্র উঠে এসেছে, এর প্রভাবও দলে পড়েছে। তাই দলের সব পর্যায়ের নির্দেশক্রমে পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি পদ থেকে সৌরভ দেবকে বহিষ্কার করা হয়েছে এবং সেই সঙ্গে কাছাড় জেলা যুব পরিষদের কমিটি ভেঙে দেওয়া হয়। খুব শীঘ্রই যুব পরিষদের কাছাড় জেলার নয়া কমিটি গঠন করা হবে বলে জানান অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হুসেন লস্কর। এদিন উপস্থিত ছিলেন দীপ ভট্টাচার্য, চিত্তরঞ্জন সিংহ, আব্দুল তাহির চৌধুরী, আজমির লস্কর, রঘুবীর সিংহ প্রমুখ।

অসম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভকে দল থেকে বহিষ্কার
Spread the News
error: Content is protected !!