সেরা মাসকট ডিজাইনার পুরস্কার পেলেন সৌরভ ঋষি

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে ‘মাসকট ডিজাইন’ প্রতিযোগিতায় সেরা মাসকট ডিজাইনারের পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগের ছাত্র সৌরভ ঋষি। সৌরভ অ্যাপ্লাইড আর্টের তৃতীয় সেমিস্টারের ছাত্র। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মঙ্গলবার তাঁর কার্যালয়ে  আনুষ্ঠানিকভাবে এই মাসকটটি উন্মোচন করেছেন।

সেরা মাসকট ডিজাইনার পুরস্কার পেলেন সৌরভ ঋষি

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। তাছাড়া ‘মাসকট ডিজাইন’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগকে শংসাপত্র প্রদান করা হয়। ভিজ্যুয়াল আর্টস বিভাগের প্রধান অধ্যাপক তথা ডিন ড. নির্মল কান্তি রায় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছ থেকে এই শংসাপত্র গ্রহণ করেন।

সেরা মাসকট ডিজাইনার পুরস্কার পেলেন সৌরভ ঋষি

এছাড়াও ভিজ্যুয়াল আর্টসের শিক্ষার্থী রাহুল দাস, তাপসী দে, প্রিয়াংশু রায় চৌধুরী, দীক্ষিতা মিশ্র ও ঋতম দাস মাসকট ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে শংসাপত্র পেয়েছেন।

Spread the News
error: Content is protected !!