এনআইটি শিলচরের ১১জন পড়ুয়া টিবি রোগে আক্ৰান্ত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : এনআইটি শিলচরে টিবি রোগের আতঙ্ক। একসঙ্গে প্রতিষ্ঠানের ১১জন পড়ুয়া টিবি রোগে আক্ৰান্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্ৰণের জন্য এনআইটি কৰ্তৃপক্ষের এসওপি জারি করা হয়েছে বলে জানা যায় ।

১১ জন ছাত্ৰ আক্ৰান্ত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে। গত দু’দিন থেকে হঠাৎ টিবি রোগে আক্ৰান্ত হয়েছেন ১১ জন। এনআইটি হোস্টেল নম্বর ৯এ, ৯বি ও ৯সি-র ১১ জন পড়ুয়ার আক্রান্ত হন। ছাত্রদের এই রোগ ধরা পড়ার পর চিন্তিত হয়ে পড়েছে।

এনআইটি শিলচরের ১১জন পড়ুয়া টিবি রোগে আক্ৰান্ত

এ দিকে, কাছাড় জেলা যক্ষ্মা নিরোধক অফিসার রত্না চক্রবর্তী মঙ্গলবার জানান, এটি ল্যাটেন্ট টিবি বা ঘুমন্ত যক্ষ্মা, এ নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই। ‘এটা কোনও রোগ নয়, এর সংক্রমণ ক্ষমতাও নেই৷ ল্যাটেন্ট টিবি সক্রিয় হলেই যক্ষ্মা বলা হয়৷ তবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা হচ্ছে, যাতে এটা অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। আমরা মঙ্গলবার ক্যাম্পাসে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রীর স্যাম্পল সংগ্রহ করেছি। সেগুলো পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এনআইটি কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন।’

শিলচর এনআইটির ডিরেক্টর, অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য এবং রেজিস্ট্রার অসীম রায় এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। সাংবাদিকদের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে তারা উত্তর দেননি। ফলে, কর্তৃপক্ষের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসের আসল চিত্র কি, সেটা এখনো পরিষ্কার নয়।

Author

Spread the News