৬ ডিসেম্বর : কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। বিজেপি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবদানকে বিকৃত এবং অপমান করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
দিল্লির জওহর ভবনে ‘নেহরু সেন্টার ইন্ডিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধি। সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘জওহরলাল নেহরুর অবদানের বিশ্লেষণ এবং সমালোচনাকে স্বাগত। কিন্তু তিনি যা লিখেছেন এবং বলেছেন, সেটিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা অগ্রহণযোগ্য।’
এরপরই সোনিয়া বলেন, ‘নেহরুকে অপমান করা আজ শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য। তাদের লক্ষ্য কেবল নেহরুকে মুছে ফেলাই নয়। যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভিত্তির উপরে আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে, সেটিকেও ধ্বংস করা।’ তবে সরাসরি বিজেপির না নাম নিলেও, তিনি কাদের নিশানা করেছেন তা কার্যত স্পষ্ট।
কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, বাবরি মসজিদ নির্মাণের জন্য জনসাধারণের তহবিল ব্যবহার করতে চেয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল তাতে বাধা দিয়েছিলেন। রাজনাথের এই দাবিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছিল ক্ষুব্ধ কংগ্রেস। রাজনাথ মেরুকরণে ইন্ধন দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছিল। আর এরপরই বিজেপিকে পালটা তোপ দাগলেন কংগ্রেস সাংসদ।


