চতুর্থ স্থান দখল করে বরাকের মুখ উজ্জ্বল করল সোনাইয়ের চানু

বরাক তরঙ্গ, ২২ মে : পরিকাঠামো থাকলে গ্রাম শহর কোন পার্থক্য নেই তা প্রমাণ করল কাবুগঞ্জের বেসরকারি স্কুল হোলিক্রস। এবারের মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকা চতুর্থ স্থান দখল করল ওই স্কুলের ছাত্রী সিনাম জাইফবাই চানু।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় চানু____

সোনাইর বেরাবাক তৃতীয় খণ্ডের বাসিন্দা সিনাম জাইফবাই চানু। কাবুগঞ্জ হলিক্রস স্কুলের ছাত্রী চানুর এই সাফল্যে বরাক সহ দক্ষিণ কাছাড়ের মুখ উজ্জ্বল করেছে। মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯১ নম্বর পেয়েছে সিনাম জাইফবাই। পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় এই মেধাবী ছাত্রী।

উল্লেখ্য, চান্দপুর জিপির প্রাক্তন সভাপতি এস ইবোচা সিংহ ও এস ইবেমা সিংহের মেয়ে চানু।
জাইফবাই চানুর সাধারণ বিজ্ঞান ও ঐচ্ছিক গণিতে ১০০ এর মধ্যে ১০০ নম্বর পেয়েছে। এছাড়া মণিপুরী বিষয়ে ৯৭, ইংরেজি- ৯৮, সাধারণ গণিত- ৯৮ ও সমাজ বিজ্ঞান- ৯৮ নম্বর পায়। তার এই সাফল্যে গোটা বরাকের মুখ উজ্জ্বল করে। পরিবার, স্কুল কর্তৃপক্ষ ও পরিচিত মহলে খুশির হাওয়া বইছে।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News