সোনাই রোড সর্বজনীন গণেশ পুজোর নয়া কমিটি
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : প্রতি বছরের মতো এবারও গণেশ চতুর্থী মহোৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে সোনাই রোড সর্বজনীন গণেশ পুজো কমিটি। এ উপলক্ষে গঠন করা হয়েছে নয়া কমিটি। সম্প্রতি এক সভায় নয়া কমিটির সভাপতি মনোনীত হলেন মিঠুন দেব। দু’জন সহ-সভাপতি হয়েছেন পান্না ভৌমিক ও দিলীপ পাল। সাধারণ সম্পাদক হন বাচ্চু পাল এবং সহসম্পাদকের দায়িত্বে রয়েছেন তাপস পাল ও প্রমোদ সাহা। দু’জন হলেন কোষাধ্যক্ষ সুমন দত্ত ও কুটন মালাকার।
উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন শ্যামল, বণিক, পিকু রায় সুমন দে, বিল্টু পাল, সঞ্জয় সাহা, কুলু কংস বনিক ও যিশু দে।
কর্মকর্তা জানান, আগামী ১০ ভাদ্র (২৭ আগস্ট) বুধবার থেকে ১২ ভাদ্র (২৯ আগস্ট) শুক্রবার পর্যন্ত শ্রীশ্রী গণেশ বাবার পুজো হবে। তাছাড়া থাকবে নৃত্যানুষ্ঠানও। তিনদিনের এই গণেশ চতুর্থীর মহোৎসব শেষে প্রতিমা বিসর্জন করা হবে।