জাতীয় প্রেস দিবসে সোনাইয়ের দুই গুণী ব্যক্তিকে সংবর্ধনা সোনাই প্রেস ক্লাবের

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোনাই প্রেস ক্লাবের উদ্যোগে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। এদিন সোনাইয়ের সাপ্তাহিক পত্রিকা পল্লী দর্পণ–এর প্রাক্তন সম্পাদক ও অভিজ্ঞ সাংবাদিক জইনুল হক মজুমদারকে তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, নিষ্ঠা ও অবদানের জন্য সম্মাননা জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সোনাইয়ের গৌরব বাড়ানো ব্রোঞ্জ পদকজয়ী সাদিয়া আক্তার লস্করকেও সংবর্ধিত করা হয়। সাদিয়া শিলচরের মরকজ অ্যাকাডেমির ৭ম শ্রেণীর শিক্ষার্থী। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১০ম কে এল মেয়র’স কাপ ২০২৫ ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করে সাদিয়া দেশ ও অঞ্চলের মুখ উজ্জ্বল করেছেন।

সংবর্ধনা প্রদান করতে সোনাই প্রেস ক্লাবের সভাপতি মিলন উদ্দিন লস্কর, সম্পাদক মজবুল হক লস্কর, সহসম্পাদক সাবির আহমেদ মজুমদার, নুর আহমদ চৌধুরী, সরিফ আহমেদ লস্কর, আব্দুল হক লস্কর, ফয়জুর রহমান লস্কর, মনজুর আহমদ বড়ভূইয়া, ইকবাল বাহার লস্কর প্রমুখ তাঁদের বাড়িতে উপস্থিত হন এবং এদিন গামছা, চাদর, স্মারক ও শুভেচ্ছা সামগ্রী প্রদান করে দুই গুণী ব্যক্তিকে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *