কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক সোনাই বিধায়কের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৮ জুন : সোনাইয়ের প্রত্যেক বিভাগীয় কর্তাদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সভায় সংশ্লিস্ট বিভাগের কর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন বিধায়ক। চলা উন্নয়নমূলক কাজ গুলো দ্রুত গতিতে করতে বিভাগীয় কর্তাদের নির্দেশ তিনি। এছাড়া বন্যা ও তাঁর পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিভাগীয় কর্তাদের নির্দেশ দেন বিধায়ক সাজু।

এদিন পর্যালোচনা বৈঠকে ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার সাকিল আহমেদ, সহকারী কার্যনির্বাহী বাস্তুকার সৌকত আলি আহমদ, এপিডিসিএলের এসডিই কেশরি কৈরী, সোনাই ভেটেরিনারির আধিকারিক ড. ডব্লিউ এল সিংহ, জলসেচের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার অভিষেক পান্ডে, সোনাই হাসপাতালের এসডিএমও ডাঃ সুরেন সিংহ, সোনাই থানার ওসি মানস সন্দিকৈ, খাদ্য ও সরবরাহ বিভাগের দুই ইন্সপেক্টর শেখ মুহাম্মাদুল্লাহ ও কৈলাস বড়ুয়া সহ অন্যরা।

এছাড়া সভায় ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনারদ্বয় নূর আহমেদ বড়ভুইয়া, সাহারুল লস্কর, আনসারুল হক লস্কর, সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, সম্পাদক জাকির হোসেন লস্কর, যুব শাখার সভাপতি সুফিয়ান লস্কর সহ অন্যান্যরা।

এদিকে, এদিন সকালে এনএইচআইডিসিএলের ডিজিএম গৌরাঙ্গ দেওগারে সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে সোনাই রোড থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত জমা জলের সমস্যা দূর করতে আলোচনা করেন বিধায়ক করিম উদ্দিন।

Author

Spread the News