বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : ওয়াজ মহফিলের বয়ানগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট প্রথম খণ্ড কোণাগ্রাম রহমানিয়া নতুন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কোরান ও হাদিসের আলোচনার পর যদি শ্রোতা নিজের দৈনন্দিন জীবনে বাস্তব রূপ দেন তাহলে এই বৃহৎ আয়োজন সার্থক হয়ে উঠবে।
শাহছুফি মওলানা মবরুর আহমদ, বাগাডহরীর সভাপতিত্ব মহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত প্রাঞ্জল ভাষায় বয়ান পেশ করেন রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার শিক্ষক মওলানা কারি নজরুল ইসলাম। এ ছাড়া মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা মওলানা সারিমুল হক লস্কর। তিনিও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
মুখ্য অতিথি ছিলেন তারাপুর জামে মসজিদ শিলচর খতিব মওলানা মাসুক আহমদ ও মওলানা সাবির আহমদ সাকাফি আল আজহারি (বাগপুরী)। আজহারি ‘হক ও নামাজ’ নিয়ে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি মওলানা আব্দুল বাসিত চৌধরী (টান্টু) ও মওলানা মুফতি মোহাম্মদুল্লাহ (সোনাই আলিয়া মাদ্রাসা) সহ মওলানা মইন উদ্দিন, মওলানা অলিউল্লাহ আইয়ুববি, মওলানা জাবির হোসেন, মওলানা আফজল হোসেন, মওলানা রিয়াজুল হোসেন, মওলানা মইন উদ্দিন ও মওলানা আবু মোহাম্মদ হানিফ কোরান ও হাদিস নিয়ে বিস্তারিত বয়ান রাখেন।
মহফিলে বিশেষ দোয়া করবেন মওলানা উবাইদুল হক শ্রীকোণী ও মওলানা মুসলেহ উদ্দিন নিমাইচান্দপুরী। মহফিল পরিচালনা করেন আজিজুর রহমান চৌধুরী, আলি আহমদ চৌধুরী, বাহার উদ্দিন চৌধুরী। মহফিলের সহ-সভাপতি ছিলেন মওলানা মুক্তিশার বড়ভূইয়া।



