সোনাই-মতিনগর পূর্ত সড়কেঅল্টো ও স্কুটির মুখোমুখি, আহত ৫

বরাক তরঙ্গ, ২০ জুন : সোনাই-মতিনগর পূর্ত সড়কের গাঙুলির সেন্টার নামে এলাকায় অল্টো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হলেন পাচঁজন।

বৃহস্পতিবার রাতে সোনাই থেকে মতিনগরের দিকে যাওয়া অল্টোর সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্কুটি চালক। এছাড়া অল্টোতে থাকা চালক, এক শিশু সহ মোট ৪জন আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন। এই দুর্ঘটনায় স্কুটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকের অবস্থা সংকটজনক বলেও জানা গিয়েছে।

সোনাই-মতিনগর পূর্ত সড়কেঅল্টো ও স্কুটির মুখোমুখি, আহত ৫

স্কুটি চালক ধলাইর সপ্তগ্রামের বাসিন্দা যুবক নীলজিৎ সিংহ বলে জানা গিয়েছে এবং অল্টো বাহনের আরোহীরা পূর্ব ধলাইর মোহনখালের বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর খবর পেয়ে কচুদরম পুলিশ পৌঁছায় এবং তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়।

সোনাই-মতিনগর পূর্ত সড়কেঅল্টো ও স্কুটির মুখোমুখি, আহত ৫
Spread the News
error: Content is protected !!