সোনাইয়ে দু’টি বাইক রেখে আরও দু’টি চুরি, চাঞ্চল্য, তিনটি বাড়িতে হানা

বরাক তরঙ্গ, ৩ জুন : অদ্ভুত কাণ্ড চোরের! সোনাই এলাকায় পৃথক পৃথক এলাকায় দু’টি বাইক চুরির ঘটনা ঘটল। দু’টি বাইক চুরি করে নেওয়ার সময় অন্য দু’টি বাইক রেখে যায় চোর। শনিবার শেষরাতে একটি চুরির ঘটনা ঘটে ধনেহরিতে। মকসুদ আহমেদ লস্কর ঘরের বারান্দা থেকে  Bajaj pulsar Bike150,  AS11 H 5894 নম্বরের বাইকটি চুরি হয়। মকসুদ আহমেদ জানান, সকালে ঘুম থেকে ঘরের লোকরা দেখতে পান বারান্দায় বাইক নেই। খোঁজাখঁজি করতে গিয়ে রাস্তায় দেখেন Hero Honda CD Delux AS11 H 2092 Bike পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরপর সোনাই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাইকটি হেফাজতে নিয়ে যায়।
মকসুদ আহমেদ জানান, রাত দু’টা অবদি তিনি জেগে ছিলেন। এরপরে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, বাইকের স্টিয়ারিং লকের পাশাপাশি চাকায়ও আলাদা ভাবে তালা লাগানো ছিল। চোরের দল তা ভেঙে নিয়ে যায়।  

এ দিকে, সোনাই পুর এলাকায় এমনই এক ঘটনা ঘটল। এনামুল হক লস্করের ঘরের বারান্দা থেকে বাইক চুরি করে। বাইকটি পিয়ারুল ইসলাম মজুমদারের। তিনি এনামুল হকের বাড়ির সামনে দোকান দেন। এবং রাতে বাইকটি তাদের বাড়িতে রেখে যান। এনামুল হক লস্কর জানান, রাত দু’টার পর তিনি ঘরে এসেছেন। তিনি বাড়ির গেটের তালা আর লাগাননি। সকালে তাঁর মা দেখতে পান বাইক যথাস্থানে নেই। এরপর সন্ধানে বেরিয়ে পড়লে AS 11 E 8098 নম্বরের একটি বাইক একই ভাবে পড়ে রয়েছে।

সেখান থেকে সোনাই কলেজ রোড এলাকার নিহার দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় চোর। তাঁর ছেলের একটি দামী বাইক ঘরের বারান্দায় রাখা ছিল। চোর বাইকটি বারান্দা থেকে নামিয়ে নিয়ে গেলেও চালু করতে না পারায় সব তার ছিঁড়ে রাস্তায় ফেলে যায় বাইকটি।

Author

Spread the News