সোনাই ক্রিকেট: এলিমিনেটর ম্যাচে জয় দৃষ্টি-র

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : স্টিল কর্ণার সোনাই প্রিমিয়ার লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে শনিবার ২০ রানে জিতলো দৃষ্টি সোনাই। সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এদিনের ম্যাচে তারা হারিয়েছে আর এফ এডুকেশন ফাউন্ডেশনকে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরএফ এডুকেশন ফাউন্ডেশন। সে সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে দৃষ্টি সোনাই ১৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭১ রানের স্কোর খাঁড়া করে। তাদের টিংকু লস্কর সর্বোচ্চ (৪৪ ) রান করেন। এছাড়াও শাহজাহান হোসেন লস্কর ৪১, বাপন লস্কর ৩১, বিজয় দাস ১৫, এমবি সিংহ ১২ ও ইনজামুল মজুমদার ১০ রান করেন। বোলিংয়ে অজিত কুমার ৩টি, অরুপ দাস ২টি এবং আহাদ মজুমদার, ইসমাইল মজুমদার, মাহমুদ হোসেন লস্কর ও জাবেদ লস্কর ১টি করে উইকেট লাভ করেন। জবাবি ব্যাটিংয়ে নেমে আর এফ এডুকেশন ফাউন্ডেশন ১৮.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৫১ রানে। তাদের অরুপ দাস ৪২, অজিত কুমার ৩৪, মাহমুদ আলম লস্কর ৩৪, মাহমুদ হোসেন লস্কর ১৪ ও নজমুল হক বড়ভূইয়া ১১ রান করেন। বোলিংয়ে বিজয় দাস, শাহজাহান হোসেন লস্কর ও গুলাম ইউএফ বড়লস্কর ৩টি উইকেট নেন।

ম্যাচের আকমল মোবাইল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতেন দৃষ্টি সোনাইর শাহজাহান হোসেন লস্কর। এছাড়া ম্যাচের সর্বাধিক ছক্কার এটু ইয়াম্মি ভাইটস-এর পুরস্কার লাভ করেন আর এফ এডুকেশন ফাউন্ডেশনের টিংকু লস্কর। উভয়ের হাতে ট্রফি তুলে দেন সামসুল আলম লস্কর (খুকন)। প্রতিয়োগিতারসূচী অনুযায়ী কোয়ালিফায়ার ১ম ম্যাচ ২৮ জানুয়ারি। মোকাবেলা করবে ইলেভেন ফাইটার (বারিকনগর) এবং এফআর হিরোজ সোনাই।