ডিএসএ-র সুধেন্দু পাল বি ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : শিলচর ডিএসএর বি ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট শুরু হল। ইন্ডিয়া ক্লাব মাঠে শনিবার সুধেন্দু পাল স্মৃতি বি ডিভিশন ক্রিকেট উদ্বোধনী ম‍্যাচে জেতে ক্লাসমেটস ইউনিয়ন। মর্নিং ক্লাবকে তারা হারায় ১৩ রানে।
ব‍্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ২০.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় ক্লাসমেটস। তাদের ধ্রুবজ‍্যোতি সিং ২৭, অনুপ দে ১৭, অভিষেক দে ১১ ও পারেনডেক সিং করেন ১০ রান। মর্নিংয়ের ধ্রুবজ‍্যোতি মালাকার ও এস রায় তিনটি করে উইকেট নেন। দুটি পান মনসুরুল ইসলাম বড়লস্কর।

জবাবি ব‍্যাটিংয়ে নেমে ১৮.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় মর্নিং ক্লাব। তাদের নিতাই ঘোষ ২৫ এবং এস আহমেদ করেন ১৪ রান। ক্লাসমেটসের শুভঙ্কর দে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। ৬ রান দিয়ে তিনটি পান জাহিরুল বড়ভূঁইয়া। ম‍্যাচ শুরু হওয়ার আগে দু দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, সহসচিব অরিজিৎ গুপ্ত, স্পনসর পরিবারের পক্ষে সুদীপ্তা পাল, সুরজিৎ সোম প্রমুখ।

ডিএসএ-র সুধেন্দু পাল বি ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ডিএসএ-র সুধেন্দু পাল বি ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Author

Spread the News