বেঙ্গালুরু থেকে নিখোঁজ সোনাই বেরাবাকের যুবক

বরাক তরঙ্গ, ২৭ ডিসেমবর : কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকা সোনাই এলাকার বেরাবাক তৃতীয় খণ্ডের এক যুবক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ যুবকের নাম পি. সরুপম শর্মা (২০)। তিনি বেরাবাক ৩য় খণ্ডের বাসিন্দা ও প্রয়াত শান্তিদাস শর্মার পুত্র। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা পিশাকতম্বী শর্মা সোনাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, কর্মসূত্রে জয়পুরের বাসিন্দা তাঁদের এক আত্মীয় রমেন শর্মার সঙ্গে পি সরুপম শর্মা বেঙ্গালুরুতে যান এবং সেখানে ইন্দিরা নগরের একটি হোটেলে কাজে যোগ দেন। তবে প্রায় এক মাস কাজ করার পর তিনি ওই হোটেল ছেড়ে অন্যত্র চলে যান বলে পরিবার জানতে পারে। এরপর ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ ১৯ ডিসেম্বর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তাঁর কোনও খোঁজ না পাওয়ায় মা পিশাকতম্বী শর্মা গভীর উদ্বেগে রয়েছেন। নগদীরগ্রাম চান্দপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রাকিব আহমদ মজুমদার সংবাদমাধ্যমকে জানান, পরিবার পুলিশ প্রশাসনের কাছে নিখোঁজ যুবককে খুঁজে বের করার জন্য জোর আবেদন জানিয়েছে। যদি কেউ তার সন্ধান পান তাহলে তাদের যোগাযোগ নম্বর ৬০০০২৭৭০১৪ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *