বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগের বৃহস্পতিবার তৃতীয় দিনের দু’টি ম্যাচে জিতল সন অব সোনাই ও বুন্দ ইলেভেন স্টার। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম ম্যাচে সন অব সোনাই ৫১ রানে হারার এমএম সুপারকিংস-কে। টসে জিতে সন অব সোনাই প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। দলের হয় চিরঞ্জীত সিংহ ৫৬ রান, সাজাহান হোসেন ৫১ রান, অভিষেক পালিত ৪৯ রান করেন। এম,এম, সুপারকিংস এর হয়ে সাহার বড়ভূইয়া ও সাহিদ চৌধুরী ২টি করে ও জাহিদ আহমেদ ১টি উইকেট পান। ২০৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে এমএম সুপারকিংস ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেতে সক্ষম হয়। এম,এম, সুপারকিংসের হয়ে ফারহাত সাহিল মজুমদার সর্বোচ্চ ২৪ রান করেন। এছাড়াও ভাল রান পান সাহিদ লস্কর ২২, সাহার বড়ভূইয়া ১৯, জাবেদ লস্কর ১৪ রামকৃষ্ণ নাথ ১৩ রান করেন। সন অব সোনাই এর হয়ে ইসমাইল মজুমদার ৪টি উইকেট, চিরঞ্জীব সিনহা ২টি উইকেট পান, শাজাহান হোসেন ২টি উইকেট, সফিক ও মুমিনুল হক ১টি করে উইকেট পান।
এদিন ব্যাটে বলে দুরান্ত খেলার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান সন অব সোনাই এর চিরঞ্জীব সিংহ। তাঁর হাতে ম্যাচ শেষে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে তুলে দেন নাজির বড়লস্কর। এদিন দিনের অপর ম্যাচে বোন্দ ইলেভেন স্টার ৪৭ রানে হারিয়েছে জুবিন গর্গ ফেন্স্ ক্লাবকে।
এদিন টসে জিতে জুবিন গর্গ ফেন্স্ ক্লাব টস জিতে বুন্দ ইলেভেন স্টার কে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ব্যাট করতে নেমে বুন্দ ইলেভেন স্টার ১৯.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সত্যজিৎ নাথ সর্বোচ্চ ৮৭ রান করেন। ভাল রান পান মাসুম ৪২ রান, মুন্না লস্কর ৩৯ রান, সানি লস্কর ১৯ রান করেন। এদিকে, জুবিন গর্গ ফেন্স্ ক্লাবের হয়ে আবুল কাশিম ৪ উইকেট পান, রাজ বড়লস্কর ২, তানবির, আসরাফুল আলম ২টি করে উইকেট পান। এদিন জুবিন গর্গ ফেন্স ক্লাবে ২৩৪ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করতে পেরেছে। দলের হয়ে রাজ বড়লস্কর সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করে, সাইদুল রাজখাঁ ৩৪ রান করে,কিশোর ২৭ রান করে, জুবের ১৮ রান করে, এসএম জাকারিয়া ১৩ রান করে। বুন্দ ইলেভেন স্টারের হয়ে মুন্না লস্কর ৩টি, আলআমান মজুমদার ও রমজান ২টি করে উইকেট, সাহিদ ও সাকিব ১টি করে উইকেট পান। ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান বুন্দ ইলেভেন স্টার এর মুন্না লস্কর তার হাতে অলকশঙ্কর দাস (রাজা) এর সৌজন্য অনুপ দাস স্মৃতি ট্রফি তুলে দেন নবেন্দু বিকাশ দাস ( শঙ্কর)। প্রতিযোগিতার সূচি মতে ১৭ জানুয়ারি শনিবার সকালে খেলবে দৃষ্টি সোনাই ও মুন লাইট ক্লাব।



