হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : হাইলাকান্দি জেলার নদীগুলির জলস্তর কমায় শুক্রবার জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে শুক্রবারও জেলার ৩৭টি রাজস্ব গ্রামের ৭ হাজার ১৭৭ জন লোক বন্যার কবলে রয়েছেন। শুক্রবার জেলার ৮টি রিলিফ ক্যাম্পে ১ হাজার ১৩৩ জন এবং রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে ১ হাজার ৬২৫ জন বন্যা দুর্গত সরকারি আশ্রয়ে রয়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় শুক্রবার কাটলিছড়া রাজস্ব সার্কলের উত্তর পালইছড়া এলপি স্কুল এবং ধলাই-মলাই এলপি স্কুলের ত্রাণ শিবির দুইটি বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসন থেকে ত্রাণ হিসেবে চাল ১৮.১৬ কুইন্টাল , ডাল ৩.২৫ কুইন্টাল, ভোজ্য তেল ৯৭.৫২ লিটার এবং গবাদি পশুর খাদ্য গমের ভূষি ৯ কুইন্টাল বরাদ্দ করা হয়েছে।জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জেলার ত্রাণ শিবির গুলিতে পানীয়জলের সরবরাহ সহ বন্যা আক্রান্ত এলাকায় জল পরিশোধনের জন্য এখন পর্যন্ত ১১ হাজার ২৫৫টি জল পরিশোধক রাসায়নিক প্যাকেট এবং ১ লক্ষ ১৫ হাজার ৪০০ হ্যালোজেন ট্যাবলেট বন্টন করা হয়েছে। এদিকে চলতি দফার বন্যায় পিএইচই বিভাগে জেলার ৭৪টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্বচ্ছ ভারত এর অধীনে নির্মিত ৮ হাজার ১৪৯টি শৌচালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পিএইচই বিভাগের নির্বাহী বাস্তকার জানিয়েছেন। পূর্ত বিভাগের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টেরিটোরিয়াল রোড ডিভিশন এর নির্বাহী বাস্তকার জানিয়েছেন যে চলতি দফার বন্যায় জেলার ২২টি সড়কের বিভিন্ন অংশ জলমগ্ন হওয়ায় ওই সড়কগুলির ক্ষতিসাধন হয়েছে।
স্বাস্থ্য বিভাগ থেকে জেলার রিলিফ ক্যাম্প গুলির আশ্রিত শরণার্থীদের চিকিৎসার জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। গত তিন দিনে জেলার রিলিফ ক্যাম্প গুলিতে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বণ্টন করা হয় বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।