সোমবার থেকে শিলচর ডিএসএ-র সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্ট আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। শিলচর স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে। শনিবার সাংবাদিকদের ডেকে এসবের জানান দিলেন আয়োজক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সহ অন্যান্যরা। সংস্থার তুলসী দাস বণিক স্মৃতি সভাকক্ষে এদিনের সাংবাদিক সম্মেলনে সহ সচিব (প্রশাসন) দেবাশিস সোম উপস্থিত সবার সহযোগিতা কামনা করে বলেন, শিলচর স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে খেলার সূচনা হচ্ছে আগামী সোমবার। দুটি গ্রুপের লিগ শেষে সর্বোচ্ছ পয়েন্ট দখলকারী দল নিয়ে ফাইনাল হবে আগামী ৭ ফেব্রুয়ারি। বিভিন্ন কারণে ঠিক সময়ে এই খেলা আয়োজন সম্ভব হয়নি বলেও জানান তিনি। ফুটবল শাখা সচিব বিকাশ দাস বলেন, ৮০ মিনিটের খেলা হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ট্রফি সমেত নগদ ১০ হাজার টাকা। রানার্স আপ দল পাবে ট্রফি সমেত পাঁচ হাজার টাকা।

এছাড়া সেরা ডিফেন্ডার, লিঙ্ক উইম্যান, গোলরক্ষক, ফরোয়ার্ড, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরাদের নগদ ১ হাজার সহ ট্রফি দেয়া হবে। এছাড়াও প্রতিদিন একজনকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হবে। স্পনসরার পরিবারের মধ্যে উপস্থিত দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী‌ বলেন, এই প্রতিযোগিতার সূচনা থেকে ইতিবাচক অনেক ফল লাভ হয়েছে। তিনি বলেন, ২০০৬ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথমে ফুটবল অ্যাকাডেমির সহযোগিতায় শুরু হয়। ফুটবলে মহিলাদের অংশগ্রহণ জেলায় শুরু করেছিলেন প্রয়াত পাকাচাঁন্দ সিংহ। তাঁর অবদানকে স্মরণ করে বলেন , ফুটবল থেকেই দয়াবতী সিংহ চাকরি পেয়েছেন। এছাড়া হেলেন মার, দয়াবতী , মিথিলা ভুমিজের মতো বেশকজন মহিলা ফুটবলার রাজ্য দলে খেলেছেন। এই প্রাপ্তি জেলায় মহিলা কাপ শুরু হওয়ার জন্য। ২০০৭ সাল থেকে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট তাদের আওতায় নিয়ে নেওয়ার পর অনেক উন্নতি হয়েছিল। জেলার অন্যান্য স্থানেও খেলার বহুল প্রচার হয়েছিল। আগামীতেও এর সুদুর প্রসার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার থেকে শিলচর ডিএসএ-র সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবল

এদিনের সাংবাদিক সম্মেলনের শুরুতে বিভিন্ন খেলাধুলায় সংখ্যায় মহিলাদের কম অংশগ্রহণ বিষয়ে আলোকপাত করেন সভাপতি শিবব্রত দত্ত। তিনি বলেন, সাময়িক প্রসঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতা জেলার মধ্যে একমাত্র মহিলা লিগ প্রতিযোগিতা। তবুও মহিলাদের প্রতিযোগিতায় দল পাওয়া যাচ্ছে না। ফুটবল দল গঠন নিয়ে জেলা ক্রীড়া সংস্থা কোন ক্রুটি রাখেনি। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। তবুও পর্যাপ্ত সংখ্যায় দল পাওয়া যায়নি। এরমধ্যে খেল মহারণের জন্য কিছু দল বাইরে যাবে বলে কেবল চারটি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দলগুলি হচ্ছে হলিক্রস এইচএস স্কুল, মুনলাইট ক্লাব, শিবদুর্গা ক্লাব ও পিডব্লুডি মেকানিক্যাল ক্লাব।

Author

Spread the News