বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন সামাজিক সংস্থা ‘উদ্যোগ’ এর

বরাক তরঙ্গ, ২ জুন : শিলচর শহর ও শহরতলির বন্যাকবলিত অঞ্চল ও ত্রাণশিবির পরিদর্শন করলো শিলচরের অগ্রগণ্য সামাজিক সংস্থা ‘উদ্যোগ’। রবিবার সংস্থার সভাপতি গোপালকান্তি রায় ও সাধারণ সম্পাদক বাবলু কেঁওট এর নেতৃত্বে এক প্রতিনিধিদল শহরের বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে দুধ ও বিস্কুট বিতরণ করেন। প্রতিনিধিদল এদিন তারাপুর একে চন্দ ল’ কলেজ, রামকুমার নন্দী পাঠশালা, অসম সাহিত্য সভা, মালিনীবিল কসমিক মার্কেট কমপ্লেক্সে আশ্রিত ভুক্তভোগী জনসাধারণের মধ্যে দুধ ও বিস্কুট তুলে দেন। 

সংস্থার সভাপতি গোপালকান্তি রায় বলেন, আমাদের সংস্থা জন্মলগ্ন থেকেই এধরণের বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। ২০২২ সালে সমগ্র শিলচর যখন প্রলয়ংকারী বন্যার কবলে ছিল সবসময়ও আমাদের সংস্থা বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। তিনি বলেন, মানুষ যখনই কোন বিপদের সম্মুখীন হয়েছে তখনই আমরা তাদের পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়েছি।

বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন সামাজিক সংস্থা 'উদ্যোগ' এর

এদিনের খাদ্য সামগ্রী বণ্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা, পাপ্পু দেবরায়, কিষাণ রায়, বিপ্লব দাস, পান্তোষ রায়, পার্থ দাস, প্রিয়া শর্মা, মলয় রায়, নির্মল দত্ত, অরিজিৎ মালাকার প্রমুখ। 

Spread the News
error: Content is protected !!