বদরপুর সার্কলে জমি নামজারি করাতে হয়রানি, এর পেছনে কারা প্রশ্ন সমাজকর্মী মুন্নির

বদরপুর সার্কলে জমি নামজারি করাতে হয়রানি, এর পেছনে কারা প্রশ্ন সমাজকর্মী মুন্নির

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : বদরপুর সার্কলে জমি সংক্রান্ত কাজ করাতে গিয়ে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন জনগণ। দিনের পর দিন জনগণকে হয়রানির পেছনে কারা এমন প্রশ্ন তুললেন সমাজকর্মী মুন্নি ছেত্রী। শুক্রবার তিনি এক বার্তায় অভিযোগ করে বলেন, টাকা না দিলে সহজে করা হচ্ছে না জমি নামজারি, ডিমারগেশন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ। তিনি  বলেন, নামজারিতে ঘুষের টাকা দিতে পারেনি বলে নিজের ভাইকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে বাধ্য হলেন সুবোধ দাস নামের এক হত দরিদ্র ব্যক্তি।

তিনি এও বলেন, বহুলোক তাঁকে জানিয়েছেন দাবিনত টাকা দিতে না পারায় ডিমারকেশনের নামে বছরের পর বছর হেনস্থার শিকার হচ্ছেন। টাকা না দিতে পারলে নানা অজুহাত দেখিয়ে ডক্যুমেণ্ট রিজেকশন করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। সরকারি কাজের জন্য টাকা সংগ্রহের সিন্ডিকেট কারা চালাচ্ছেন বদরপুর সার্কলে এমন প্রশ্ন তুলে জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি জনগণের অভিযোগের উপযুক্ত তদন্ত চেয়ে বিহিত ব্যবস্থার দাবি জানান সমাজকর্মী মুন্নি ছেত্রী।

Author

Spread the News