ক্রীড়া সাংবাদিকদের স্নেহলতা চক্রবর্তী স্মৃতি সম্মাননা দিল খোঁজ

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলার ৭ ক্রীড়া সাংবাদিককে সম্মাননা দিল শিলচরের অগ্রণী সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা “খোঁজ”। বৃহস্পতিবার গোপালগঞ্জস্থিত মুন্সি কমপ্লেক্সে খোঁজ সভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এম মাসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে স্নেহলতা চক্রবর্তী স্মৃতি ক্রীড়া সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়। ডাঃ এম মাসুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে উপস্থিত অতিথি সহ সাংবাদিকদের আয়োজক খোঁজের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়।

সাংবাদিকতার সঙ্গে মানবিক অনুভূতি জড়িয়ে রয়েছে, বললেন মকব্বির আলি

এদিন অনুষ্ঠানের উদ্দেশ্য ও স্বাগত ভাষণ দেন সচিব সজল লস্কর। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ডাঃ এম মাসুম, প্রাক্তন খণ্ড উন্নয়ন আধিকারিক শিহাবুদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত জন সংযোগ আধিকারিক মহবুবুল বারি, কল্যাণ চক্রবর্তী, অনুষ্ঠানের প্রধান অতিথি শিলচর গভঃ গার্লস এইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মকব্বির আলি বড়ভূইয়া, রণি বড়ভূইয়া প্রমুখ। অনুভূতি ব্যক্ত করেন রীতেন ভট্টাচার্য ও দীজেন্দ্রলাল দাস। অনুষ্ঠানের সব অতিথিই খোঁজের কর্মযঞ্জের ভূয়সী প্রশংসা করেন এবং সম্মাননা প্রাপক ক্রীড়া সাংবাদিকদের অন্যান্য সামাজিক কাজেও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ করে সভাপতি ডাঃ এম মাসুম বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও সামাজিক দায়িত্ব পালনে তার অবদানের ঢালাও প্রশংসা করেন। প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা কেবলমাত্র একটা পেশা নয়। এটা এক পবিত্র সামাজিক দায়িত্ব। তার সঙ্গে জড়িয়ে রয়েছে মানবিক অনুভূতি।

ক্রীড়া সাংবাদিকদের স্নেহলতা চক্রবর্তী স্মৃতি সম্মাননা দিল খোঁজ

অনুষ্ঠানে ধন্যবাদসুচক বক্তব্য পেশ করেন কামাল উদ্দিন লস্কর। জাবেদ তালুকদারের সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে বক্তব্যের পালা শেষে সাংবাদিকদের হাতে সম্মাননা প্রদান করা হয়। প্রথমে প্রবীণ ক্রীড়া সাংবাদিক রীতেন ভট্টাচার্যের হাতে সম্মাননাস্বরূপ শাল ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন ডাঃ এম মাসুম, কাছাড় ক্যান্সার হাসপাতালের আধিকারিক বিশিষ্ট সমাজকর্মী তথা স্নেহলতা চক্রবর্তীর সুযোগ্য পুত্র কল্যাণ চক্রবর্তী, সমাজকর্মী শান্তনু সেনগুপ্ত ও ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার। বিকাশ দেবকে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মকব্বির আলি বড়ভূইয়া ও হিমাদ্রী শেখর দাস। দীজেন্দ্রলাল দাসকে তুলে দেন শিহাবুদ্দিন আহমেদ, মৃনাল নাথ, অরিজিৎ গুপ্ত ও রেজওয়ান খান। মোহাম্মদ তাজ উদ্দিনকে তুলে দেন কল্যান কুমার চক্রবর্তী, বুদ্ধ দাস, কামাল মজুমদার ও সিরাজ উদ্দিন মজুমদার। শুভেন্দু দাশের হাতে সম্মাননা তুলে দেন ডাঃ এম মাসুম, কল্যাণকুমার চক্রবর্তী, কৃষ্ণকান্ত কংসবণিক,  সুরজিৎ সোম, অপ্পু ভৌমিক এবং ইকবাল বাহার লস্করের হাতে তুলে দেন মহবুবুল বারি, সুকান্ত চৌধুরী ও বাপ্পা দাস। বিশেষ অসুবিধায় অনুষ্ঠানে সম্মাননা গ্রহণে উপস্থিত হতে পারেননি রতন দেব।

Author

Spread the News