চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোঁয়া, আতঙ্ক

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : দিল্লিগামী চলন্ত ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্ক সৃষ্টি হয়। সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এ ঘটনাটি ঘটেছে। শিলচর-দিল্লি সম্পরকান্তি এক্সপ্রেসে হঠাৎ এই ধোঁয়ায় আতঙ্ক দেখা দেয়।

রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে। সম্ভত হট এক্সেল। তবে সঠিক কারণ জানা যায়নি।

চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোঁয়া, আতঙ্ক
চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোঁয়া, আতঙ্ক

Author

Spread the News