বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : দিল্লিগামী চলন্ত ট্রেনে ধোঁয়া দেখে আতঙ্ক সৃষ্টি হয়। সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এ ঘটনাটি ঘটেছে। শিলচর-দিল্লি সম্পরকান্তি এক্সপ্রেসে হঠাৎ এই ধোঁয়ায় আতঙ্ক দেখা দেয়।
রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে। সম্ভত হট এক্সেল। তবে সঠিক কারণ জানা যায়নি।