স্মার্ট মিটার : বৃহস্পতিবার গণ মিছিল, সামিল হওয়ার আহ্বান অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : স্মার্ট মিটার প্রতিস্থাপন করে যেভাবে মানুষের অর্থ লুণ্ঠন করা হচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় শিলচরের নরসিংটোলা ময়দান থেকে আয়োজিত গণ মিছিলে যোগদান করতে জেলার সবক’টি ক্লাব, সংস্থা, সংগঠনের প্রতি আহ্বান জানায় অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটি। সোমবার শিলচরের ট্রাঙ্ক রোডের সিটিভিওএ কমপ্লেক্সের সভাঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটারের সমস্যা ও সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন ও সরকারের দৃষ্টিভঙ্গি কী তা সবিস্তারে তুলে ধরেন সংগঠনের রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য, কোর্ডিনেশন কমিটির অন্যতম উপদেষ্টা নির্মল কুমার দাস, সাধারণ সম্পাদক সঞ্জীব রায়, সহ সভাপতি আসু পাল, অধ্যাপক অজয় রায়, মানস দাস, দীপঙ্কর চন্দ, চাম্পা লাল দাস, রঞ্জিত চৌধুরী, সীমান্ত ভট্টাচার্য, কমল চক্রবর্তী, খাদেজা বেগম লস্কর এবং সংগঠনের লক্ষীপুর আঞ্চলিক কমিটির সভাপতি জয় সিং ও কালাইন আঞ্চলিক কমিটির সভাপতি সামছুল ইসলাম লস্কর প্রমুখ।

তাঁরা বলেন, গত বছরের ১৫ মে শিলচরের স্মার্ট মিটার বাতিলের দাবিতে নাগরিক মিছিল, ৪ জুন নাগরিক সভা, ১৭ জুন পানপট্টিস্থিত এপিডিসিএল অফিস ঘেরাও, ১ জুলাই মানব বন্ধন এবং ১ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত গণস্বাক্ষর অভিযান এবং জেলার প্রতিটি এপিডিসিএল অফিসে ধরনা ও স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও গত বছর ২৯ ডিসেম্বর গুয়াহাটিতে বিশাল গ্রাহক সমাবেশ ও মুখ্যমন্ত্রীর কাছে পাঁচ লক্ষ জনগণের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। ১৫ ফেব্রুয়ারি বিদ্যুৎ মন্ত্রী কমিটির সাথে আলোচনায় বসেন। আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রীকে বলা হয়েছিল যে স্মার্ট মিটার এ রাজ্যের জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে, তাই এটা বন্ধ করা হোক। কিন্তু সরকার সেদিন লক্ষ লক্ষ জনগণের আবেদনে সাড়া দেয়নি। আজ রাজ্যের শাসক দলের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীরাও পর্যন্ত প্রকাশ্যে স্মার্ট মিটারের বিরোধিতা করছেন। রাজ্যের প্রতিটি এলাকার মানুষ আজ এর বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁরা সবাইকে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার নরসিংটোলা ময়দানে বেলা এগারোটায় জমায়েত হতে আহ্বান জানান।

স্মার্ট মিটার : বৃহস্পতিবার গণ মিছিল, সামিল হওয়ার আহ্বান অ্যাসোসিয়েশনের
স্মার্ট মিটার : বৃহস্পতিবার গণ মিছিল, সামিল হওয়ার আহ্বান অ্যাসোসিয়েশনের

Author

Spread the News