জানালা খুলে ঘুমুচ্ছিল ছোট পরিবার, কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা, মৃত্যু মা-ছেলের

৫ জুলাই : আগুনে পুড়ে মৃত্যু হল মা ও ছেলের। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাবা। এই ভয়ঙ্কর ঘটনাটি পশ্চিমবঙ্গের বোলপুর থানার রায়পুরের সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে ঘটে।

বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর একতলা বাড়িতে জানালা খুলে ঘুমোচ্ছিলেন আব্দুল আলিম(৩৮), তাঁর স্ত্রী রূপা বিবি (৩০) এবং ছেলে আয়ান শেখ (৪)। অভিযোগ, সেই সময় কেউ জানালা দিয়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। আগুনে তাঁরা ঝলসে গিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের। অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে প্রথমে আয়ানের মৃত্যু হয়। এরপর হাসপাতালেই মৃত্যু হয় রূপা বিবির। আব্দুল আলিমের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয়দের দাবি, বাড়ির কাছে একটি মশাল উদ্ধার হয়েছে। তিনজনের শরীর থেকে কেরোসিনের গন্ধ বেরোচ্ছিল। কে বা কারা এই ঘটনার পেছনে তা স্পষ্ট নয়। কেনই বা এমন করা হল, কোনও ব্যবসায়িক শত্রুতা কিনা, সেইসব ঘটনার তদন্ত করা হচ্ছে।

Author

Spread the News