রবিবার দায়িত্ব নেবেন নয়া জেলা বিজেপির সভাপতি রূপম
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : কাছাড় জেলা বিজেপর নয়া সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানালেন দলীয় কর্মীরা। শুক্রবার দলের নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে দলীয় কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন দলীয় কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রূপম সাহা জানান, রবিবার দলের নিয়ম-নীতি ও প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিকভাবে পদের দায়িত্বভার গ্রহণ করবেন। দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিজেপির ভিতকে জেলায় আরও শক্তিশালী করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
এ দিকে, হাইলাকান্দি জেলা বিজেপির নয়া সভাপতি হয়েছেন কল্যাণ গোস্বামী। এই খবর ছড়িয়ে পড়তেই দলের কর্মী ও সমর্থকরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। একই ভাবে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন সঞ্জীব বণিক। তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।