স্কিল ডেভেলপমেন্ট মিশনের সেন্টার উদ্বোধন শিলচরেও
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শুক্রবার সারা রাজ্যের সঙ্গে শিলচর সোনাই রোডে অসম সরকারের স্কিল ডেভেলপমেন্ট মিশনের সেন্টার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ সেন্টারটি উদ্বোধন করেন কাছাড়ের আয়ুক্ত রোহনকুমার ঝা ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিপিএম নিলয় সিংহ, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেশন ও অফিসার আইআইই গভর্মেন্ট অব ইন্ডিয়া মুন্না আহমেদ, সাংসদ প্রতিনিধি পুলক দাস, মনোজ কুমার, মনমোহন রায় ডিআইসিসি, দেবব্রত চৌধুরী, রঞ্জন সাহানি সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্কিল ডেপোলাপমেন্ট মিশনের বিষয়ে বক্তব্যে বলেন, মুখমন্ত্রী আজ সারা অসমে ৫৭০০ স্কিল ডেভেলপমেন্ট মিশনের প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করেন এবং চারটি জেলাতে এই স্কিল ডেপোলাপমেন্টের কাজ শুরু হবে। এ ছাড়া তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।