১১ জানুয়ারি : ইসলামাবাদে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সদ্য বিবাহিত এক দম্পতির মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা ওই বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিয়ের অতিথি ও পরিবারের সদস্যরাও রয়েছেন। পাশাপাশি এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ ভেঙে পড়ে। দেওয়ালের একাংশ উড়ে গিয়ে ঘরের ভেতরে ইটের স্তূপ, বড় বড় কংক্রিটের স্ল্যাব ও আসবাবপত্র ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে বহু আহত মানুষ আটকে পড়েন, যাদের উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসেন।
বরের বাবা হানিফ মাসিহ জানান, তাঁর ছেলের আগের দিনই বিয়ে হয়েছিল। বিস্ফোরণের সময় নবদম্পতি, পরিবারের সদস্য ও অতিথিরা সবাই ওই বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
তিনি আরও বলেন, রবিবার ভোর প্রায় ৩টা নাগাদ সবাই ঘুমাতে যান এবং কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েন। এই ঘটনায় তাঁর ছেলে, পুত্রবধূ, স্ত্রী এবং শ্যালিকা—সকলেরই মৃত্যু হয়েছে বলে জানান হানিফ মাসিহ।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাদা পোশাক পরা ফরেনসিক বিশেষজ্ঞদের ধ্বংসস্তূপ খতিয়ে দেখতে পাঠানো হয়েছে।
ডেপুটি পুলিশ কমিশনার সাহিবজাদা ইউসুফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না তা নিশ্চিত করতে স্নিফার ডগ ও আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।



