পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু ছয়, আহত ৩১ জন

২৭ জানুয়ারি : পাকিস্তানের বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ

সোমবার সকালে এলপিজি ট্যাঙ্কারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশারী ছিল যে, ট্যাঙ্কারটি মুর্হূতেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করে।

ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে পাঁচ জন নিহতের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। এদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু ছয়, আহত ৩১ জন
পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু ছয়, আহত ৩১ জন

Author

Spread the News