ধলাইয়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান সিতাংশু

রাজীব মজুমদার  ধলাই।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনে ধলাই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয়ী করতে অভিজ্ঞ নেতা সিতাংশু দাসকে চেয়ারম্যান করে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন পরিচালন কমিটি গঠন করেছে জেলা বিজেপি। এই কমিটি গঠনের ফলে স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার হয়েছে এবং ধলাইয়ের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।

জেলা বিজেপি সভাপতি রূপম সাহা স্বাক্ষরিত এক আদেশে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।  মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সিতাংশু দাসকে এই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিতাংশু দাসের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা ধলাই বিধানসভায় বিজেপিকে শক্তিশালী ভিতের উপর দাঁড়াতে এবং পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে সাহায্য করবে।

এই ২১ সদস্যের কমিটিতে সিতাংশু দাসের সঙ্গে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, বিধানসভা প্রভারী এবং সংশ্লিষ্ট তিন মণ্ডলের প্রভারী ও সভাপতি সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও কর্মী। কমিটির একজন সাধারণ সম্পাদক সহ সকল সদস্য সম্মিলিতভাবে পঞ্চায়েত নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন বলে আশা করা যাচ্ছে।

ধলাইয়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান সিতাংশু

Author

Spread the News