দিল্লিতে SIR ঘোষণা নির্বাচন কমিশনের
১৮ সেপ্টেম্বর : বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের (Bihar) ঘোষণা আগেই করেছে নির্বাচন কমিশন। এরপর যে দেশজুড়ে এসআইআর হতে চলেছে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তবে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হবে এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তার আগেই এবার দিল্লিতে এসআইআর ঘোষণা করে দিল কমিশন (Delhi SIR)। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এনিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দিল্লির মুখ্য নির্বাচনি আধিকারিকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় দিল্লির যে ভোটারদের এবং অভিভাবকদের নাম নেই, তাঁদের ইনুমুরেশন ফর্ম জমা দেওয়ার সময় বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, কিন্তু তাঁর মা-বাবার নাম রয়েছে তাহলেও নিজেদের পরিচয়ের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের পাশাপাশি ২০০২ সালের তালিকায় মা-বাবার নামের অংশটুকুও জমা দিতে হবে।

ইতিমধ্যেই দিল্লির সিইও-র ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকার কপি আপলোডও করা হয়েছে। সেখানেই ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। ভেরিফিকেশনের সময় যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেজন্য বৈধ নথিপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। দিল্লির প্রতিটি বিধানসভা আসনে ‘বুথ লেভেল অফিসার’ বা বিএলওদের (BLO) মনোনয়ন ও নিয়োগপর্ব হয়ে গিয়েছে। শুরু হয়েছে প্রশিক্ষণ দেওয়াও। বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবেন। তবে দিল্লিতে কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে, সেই তারিখ পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই ভোটারদের মধ্যে বৈধ ভোটার রয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। এসআইআর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।