সেঞ্চুরি দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেট শুরু শিলচরের পারভেজের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : জীবনের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করলেন শিলচরের ওপেনার পারভেজ মুশাররফ। রনজি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিন রবিবার অসমের হয়ে ১২৯ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। দলের অন্য ওপেনার রাহুল হাজরিকা করেন ১২৮ রান। প্রথমবারের মতো রনজিতে খেলতে নেমে অসাধারণ ইনিংস উপহার দেওয়ার জন্য পারভেজ এখন অভিনন্দনের বন্যায় ভাসছেন।
ম্যাচে উত্তরপ্রদেশের ব্যাটাররা দাপট দেখিয়ে ৮ উইকেটে ৫৪৮ রান করে দান ছাড়ে। স্বভাবতই চাপ আসে অসমের সামনে। কিন্তু রাহুল হাজরিকা এবং পারভেজ মুশাররফ মিলে ২৭৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। এটাই অসমের হয়ে সবচেয়ে বড় ওপেনিং জুটি। এর আগে ১৯৯০-৯০ মরশুমে জাহির আলম ও দীপক দাস ত্রিপুরার বিরুদ্ধে ১৯০ রান করেছিলেন। এ পর্যন্ত ২ উইকেটে ৩১৬ রান করেছে অসম। পারভেজ ২৯৫ বলে ১২৯ রান করার পথে ১৪ টি বাউন্ডারি ও দুটি ছক্কা মারেন। এই সাফল্যের জন্য আসাম ক্রিকেট সংস্থা পারভেজকে অভিনন্দন জানিয়েছে। আসামের তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন পারভেজ।

উল্লেখ্য, মূল বাড়ি গুয়াহাটিতে হলেও ২০১৭ সালে শিলচরের হয়ে ক্লাব ক্রিকেটে খেলতে শুরু করেন পারভেজ মুশাররফ। ঐ বছর প্রকাশ ভগতের বিদায়ী ম্যাচে নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। এরপর থেকে তিনি শিলচরের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে চলেছেন। এছাড়া রাজ্যের অনূর্ধ্ব ১৯ বা অনূর্ধ্ব ২৩ দলে খেলছেন। এবছরের চলতি সি কে নাইডু ট্রফিতে চার ম্যাচে পাঁচ শতাধিক রান করার সুবাদে পারভেজ রনজি ট্রফিতে ডাক পেলেন।

Author

Spread the News