‘পালসার স্টান্ট মানিয়া’য় প্রথম শিলচরের রুকসার

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শিলচরের নাম ফের উজ্জ্বল করল রুকসার আহমেদ। এবার কলকাতার ইকো পার্কে বাজাজ ‘পালসার স্টান্ট মানিয়া ২.০’ বাইক স্টাইল জোনে প্রথম হলেন শিলচর ঘনিয়ালার ছেলে রুকসার আহমেদ। ১ অক্টোবর কলকাতায় গ্রিণ পার্কে হয় এই প্রতিযোগিতা। নর্থইস্টের একমাত্র প্রতিযোগী ছিলেন রুকসার আহমেদ। এদিন তাকে পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয় তার হাতে।

'পালসার স্টান্ট মানিয়া'য় প্রথম শিলচরের রুকসার

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে গুজরাটে KTM RC 390 চ্যাম্পিয়নশিপ কাপে অংশগ্রহণ করেছিল রুকসার আহমেদ। এবার কলকাতায় বাজাজ পালসার স্টান্ট মানিয়া ২.০ স্টাইল জোনে প্রথম হলেন শিলচর ঘনিয়ালার ছেলে রুকসার আহমেদ।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News