গোয়ায় কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন শিলচরের সমর্পিতার

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : এনকে অ্যাকাডেমির ব্যবস্থাপনায় ফ্যাশন স্টার অব ইন্ডিয়া শো-তে কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন করল শিলচরের কন্যা সমর্পিতা চৌধুরী। ১২ সেপ্টেম্বর গোয়ায় আয়োজিত হওয়া ফ্যাশন স্টার অব ইন্ডিয়া শো-তে অংশ গ্ৰহণ করে ক্ষুদে শিল্পীদের মধ্যে সমর্পিতা চৌধুরী কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন করে।  ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সব বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

ক্ষুদে শিল্পীদের প্রতিযোগিতায় অংশ নেয় শিলচর শরৎপল্লীর বাসিন্দা মৃদুল চৌধুরী ও স্মৃতি চৌধুরীর নয় বছরের কন্যা সমর্পিতা চৌধুরী। বুধবার সমর্পিতা চৌধুরী শিলচর এসে জানায়, এই ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শো-তে অংশ গ্ৰহণ সে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছে ও ভবিষ্যৎতে সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করবে। 

গোয়ায় কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন শিলচরের সমর্পিতার

এদিন সমর্পিতার বাড়িতে গিয়ে অভিন্দন জানান শিলচরের মধ্য শহর মহিলা মোর্চার সভাপতি অতসী চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুপর্ণা তিওয়ারি। তাঁরা সবাই সমর্পিতা চৌধুরীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সমর্পিতার মা স্মৃতি চৌধুরী জানান, সে বিগত পাঁচ বছর থেকে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে এই অঞ্চলের বিভিন্ন ফ্যাশন শো-তে অংশ গ্রহণ করে এবং বিজয়ী হয় এই সুবাদে তাকে গোয়ায় অনুষ্ঠিত হওয়া ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শোতে অংশ গ্ৰহনের সুযোগ করে দেন এই ফ্যাশন শো-র ফেসিয়াল গেস্ট অপি ভট্টাচার্য। এই শো-অর্গানাইজার ছিলেন কুস্তব এন হাজরিকা ও নিতু হাজরিকা এবং বিচারক হিসেবে ছিলেন শাশ্বত দ্বিবেদী, জেসিকা পাটিল ও করণ জামুণি।

গোয়ায় কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন শিলচরের সমর্পিতার
গোয়ায় কিডস গ্লোবাল উইনার ফ্যাশনে শিরোপা অর্জন শিলচরের সমর্পিতার

Author

Spread the News