শিলচরের মহিলার নদীতে ঝাঁপ, হরিটিকরে জীবিত উদ্ধার

বরাক তরঙ্গ, ৭ জুলাই : স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বরাক নদীতে ঝাঁপ শিলচরের পঞ্চাশোর্ধ এক মহিলার। রাজারটিলা হরিটিকর এলাকায় জীবিত অবস্থায় উদ্ধার করা হল। জানা যায়, হরিটিকর দ্বিতীয় খণ্ডের দুই বাসিন্দা রূপক দাস ও রিংকু দাস সকাল আটটা নাগাদ নৌকা নিয়ে মাছ ধরতে ছিল। হঠাৎ রূপক দেখতে পায় নদীর ওপারে দু’টি হাত যেন হাতচানি দিচ্ছে। এমন দৃশ্য দেখে রূপক সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে পাশে গিয়ে হাত দুটো ধরে টানতে থাকে। পাশে থাকা রিংকু দাসও তাকে সহায়তা করে। দু’জনে আধমরা অবস্থায় নদী থেকে উদ্ধার করে মহিলা ডাঙায় নিয়ে আসেন। সময় নষ্ট না করে তাকে পাঠানো হয় কাটিগড়া মডেল হাসপাতালে।

জ্ঞান ফিরে আসার পর তিনি বলেন স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিতেই নদীতে ঝাঁপ দেন। শিলচর দাস কলনির দে পদবীর ওই মহিলা প্রথমে সিদ্বেশ্বর কপিলাশ্রমে পূজা দেন এরপর ঘাটেই বরাক নদীর জলে ঝাঁপ দেন। খবর দেওয়া হয় কাটিগড়া পুলিশের কাছে। পুলিশের সহায়তায় বাড়ির লোকের কাছে খবর দেওয়া হয়েছে।

Author

Spread the News