লোকসভাভিত্তিক ভলিবল প্রতিযোগিতায় জয়ী শিলচর

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : লোকসভাভিত্তিক ভলিবল প্রতিযোগিতায় দাপট দেখাল শিলচর। বৃহস্পতিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মেয়ে-ছেলে উভয় বিভাগেই চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে শিলচরের দু’দল।

বৃহস্পতিবার সকাল থেকেই এসএম দেব স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। সকালে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আসরের সূচনা করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পরে কোর্টে নেমে সার্ভিসও করতে দেখা যায় পরিমলবাবুকে। আসরের পুরুষ বিভাগে আট এবং মহিলা বিভাগে ছয় দল অংশ নেয়। পুরুষদের বিভাগে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। একইভাবে ছয় দলকে ভাগ করা হয় দুই গ্রুপে। যাবতীয় গণ্ডি পেরিয়ে পুরুষ বিভাগের ফাইনালে শিলচরের মুখোমুখি হয়েছিল বড়খলা। ফাইনালে শেষ হাসি হাসে শিলচর। অপরদিকে, লক্ষীপুরকে
পরাস্ত করে চ্যাম্পিয়ন হয় শিলচরের মেয়েরা। মেয়েদের ক্যাটাগরিতে ফাইনালের এবং আসরের সেরা খেলোয়াড় হন প্যান্টিটাইলিন কামেই এবং অঞ্জু রাজবংশী। অপরদিকে, পুরুষ বিভাগে শিলচরের শামিম আহমদকে সেরা খেলোয়াড় এবং মোহর উদ্দিনকে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

খেলা শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক রূপম সাহা, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, কাছাড় স্পোর্টস ফোরামের সভাপতি মিঠুন রায়, বিবেক পোদ্দার, চন্দন শর্মা ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *