শিলচর শহরের অলিগলি জলমগ্ন, ক্ষোভ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : দু’তিনদিনের বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকায় জমাজলে বন্যার রূপ ধারণ করেছে। শিলচর শহরের কনকপুর দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডে লাগাতার বৃষ্টিতে রাস্তার উপর হাঁটুজল সহ বেশ কয়েকটি ঘরের ভেতরেও প্রবেশ করেছে এই নোংরা জল। রাস্তায় জল থাকায় এই এলাকার স্কুল পড়ুয়া স্কুলে যেতে পারছেন না এবং প্রতিজন নাগরিক তাদের নিত্যপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছেন না।

বৃহস্পতিবার এলাকার মহিলারা একত্রিত হয়ে সাংবাদিক ডেকে এমন পরিস্থিতির ক্ষোভ ব্যক্ত করেন। তাঁরা বলেন, জমাজলের নিচে ভাঙা কালভার্টের গর্তে পড়ে আহত হয়েছেন একজন।  তাঁরা আরও বলেন ভোট আসলে লম্বা লম্বা ভাষণ দেওয়ার জন্য নেতা মন্ত্রীদের অভাব হয় না কিন্তু আজ তাদের এই দুর্ভোগের সময় কারও দেখা নেই।

শিলচর শহরের অলিগলি জলমগ্ন, ক্ষোভ

তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় মন্ত্রী বিধায়কের কাছে অনুরোধ রাখেন যে মুক্তারাম রোডের ড্রেনেজের ব্যবস্থা করে অতিসত্বর এই জমা জল নিষ্কাশন করার জন্য ।

শিলচর শহরের অলিগলি জলমগ্ন, ক্ষোভ
Spread the News
error: Content is protected !!