সাংবাদিক চিন্ময় নাথ ও অন্যদের উপর প্রাণঘাতী হামলা, প্রতিবাদে সোচ্চার শিলচর প্রেস ক্লাব
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : হোলির দিনে
সাংবাদিক চিন্ময় নাথ ও তাঁর অনুজ চিরঞ্জীব নাথ, মামা ঋষিমণি নাথ ও অন্যদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোচ্চার হল শিলচর প্রেস ক্লাব। বুধবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করার পর শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ চিন্ময় নাথ মঙ্গলবার বিকেলে রংপুর কান্দিগ্রামের বাড়িতে তাঁদের উপর দলবদ্ধভাবে যে পৈশাচিক আক্রমণ করা হয়েছিল এর বিবরণ তুলে ধরেন।
দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি_____
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে বলেন, সাংবাদিক চিন্ময় নাথ এবং তাঁর পরিবারবর্গের উপর প্রাণঘাতী হামলার সুবিচার করতে হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ওই এলাকায় বিভিন্ন অসামাজিক ও অবৈধ কার্যকলাপ যে ভাবে মারাত্মক আকার ধারণ করেছে, এর মূলোৎপাটন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে। অবশ্য এই ঘটনায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য বলেন, দুষ্কৃতীদের কড়া হাতে দমন করতে হবে।
জানা গেছে, আটক করা হয়েছে কান্দিগ্রাম সংলগ্ন শিমুলতলার রাজেশ দাস ও অন্য এক যুবককে। পুলিশ বর্তমানে এদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার হোলির দিন রংপুর কান্দিগ্রামে সংবাদকর্মী চিন্ময় নাথের বাড়িতে দলবদ্ধ হামলার জেরে এলাকা জুড়ে বর্তমানে বিরাজ করছে তীব্র আতঙ্ক। এদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে চিন্ময় নাথ বারবার শিউরে উঠছিলেন। সমস্ত শরীর জুড়ে হামলার শিকার হওয়ার চিহ্ন নিয়ে তিনি বলেন, বাড়ির পুকুর পারে একদল লোককে মদ্যপান ও জুয়া খেলতে দেখে তার ভাই চিরঞ্জিত নাথ আপত্তি জানিয়েছিলেন। এতে মদ্যপান ও জুয়া খেলায় রত লোকেরা চিরঞ্জিতের উপর হামলা চালায়। পরবর্তীতে ফের প্রচুর লোক দলবদ্ধ হয়ে লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয় বাড়িতে। তিনি বলেন, সে সময় আশপাশের লোকেরা এগিয়ে আসায় তাদের প্রাণ রক্ষা হয়। অন্যথায় হয়তো প্রাণে মেরে ফেলা হতো তাদের। এদিকে, এই ঘটনাকে ঘিরে বর্তমানে গোটা এলাকা জুড়ে বিরাজ করছে তীব্র আতঙ্ক।