নুরুদ্দিন ট্রফির সেমিফাইনালের পথে শিলচর

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মে : বোকাখাতকে এক ইনিংস ও ৬৪ রানে পরাজিত করে নুরুদ্দিন আহমদ ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডেও সূচনা করল শিলচর।
কার্বি আংলংয়ের ডিফুর পাঁচ মাইল ক্রিকেট গ্রাউন্ডে তিনদিনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয় শনিবার। প্রথম দিন নিজেরা ৩৪২ রান করে বোকাখাতের চার উইকেট ফেলে দিয়েছিল শিলচর। বোকাখাতের স্কোর ছিল ৪ উইকেটে ৮০ রান। সেখান থেকে তাদের প্রথম ইনিংস রবিবার সকালে শেষ হয় ১৫৫ রানে। খেলেছে ৪৩.২ ওভার। ফলে তারা ফলো অনের মুখে পড়ে যায়। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে বোকাখাতের অবস্থা আরও খারাপ করে দেন শিলচরের স্পিনাররা। ২১.১ ওভারে মাত্র ১২৩ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে বোকাখাতের রাজীব ঠাকুর ২৬ এবং কালাম রাজা ও রিতেশ পাল ২৩ রান করে করেন। শিলচরের বোলারদের মধ্যে রাহুল সিং এবং পারভেজ মুশাররফ চারটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে শৈবাল ঘোষ (অপরাজিত ৪২) ও কালাম রাজা লড়াই করলেও বোকাখাতের বাকিরা ব্যর্থ। শিলচরের স্পিনার পারভেজ মুশাররফ এবার পাঁচ উইকেট নেন। ব্যাট হাতে ৫৮ রান করার পর ম্যাচে ৯ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন পারভেজ। দ্বিতীয় ইনিংসে রোহিত ধোবি ও অমিত যাদব দু’টি করে উইকেট পেয়েছেন।

উল্লেখ্য, তিন দলীয় গ্রুপে তারা প্রথম ম্যাচ জয়ের সুবাদে বোনাস সহ সাত পয়েন্ট নিশ্চিত করেছে। এবার বুধবার থেকে দ্বিতীয় ম্যাচে তেজপুরের মোকাবিলা করবে। সেই ম্যাচে প্রথম ইনিংসের লিড সহ ড্র করতে পারলেই প্রথম দল হিসেবে আসরের সেমিফাইনালে জায়গা করে নেবে শিলচর।

Author

Spread the News