পরিকাঠামো ও রোগীর স্বাচ্ছন্দ্যের বিকাশে শিলচর মেডিক্যাল ও পাওয়ার গ্রিডের চুক্তি

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মার্চ : কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, সামাজিক বিকাশের ক্ষেত্রেও বদ্ধপরিকর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল)। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলা এবং এর আশপাশের এলাকাগুলির স্বাস্থ্যসেবা পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পাওয়ারগ্রিড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) স্কিমের অধীনে পাওয়ারগ্রিড এ পর্যন্ত ৩.০৯ কোটি বরাদ্দ করেছে। যার একটি  অংশ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ) প্রদান করা হয়েছে। এর উল্লেখযোগ্য দিক হচ্ছে এনিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষ ও পাওয়ারগ্রিডের মধ্যে ১.৮১ কোটি টাকার একটি মউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্টেন্ডিং) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে এই মউ স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্বাক্ষররের মূল উদ্দেশ্য হল শিলচর মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নীতকরণের করার পাশাপাশি এই হাসপাতালে আসা রোগীর স্বাচ্ছন্দ্যের সঙ্গে জড়িত সুবিধাগুলির বিস্তৃত করা এবং বরাকের এই হাসপাতালটিকে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা সমুহ দিয়ে সুসজ্জিত করা।

পরিকাঠামো ও রোগীর স্বাচ্ছন্দ্যের বিকাশে শিলচর মেডিক্যাল ও পাওয়ার গ্রিডের চুক্তি

অনুষ্ঠানে  শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত পাওয়ার গ্রিডের এহেন জনমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং বরাকের জন্য এধরনের কার্যসূচি গ্রহন অতি প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন। ডাঃ গুপ্ত বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের একটি মৌলিক অধিকার। কাজেই প্রতিটি রোগীর  জন্য গুণমানসম্পন্ন চিকিৎসা পরিসেবা নিশ্চিত করা একান্ত কর্তব্য। এ জন্য চিকিৎসা পরিকাঠামোকে সর্বাগ্রে শক্তিশালী করা অতি প্রয়োজনীয়। অধ্যক্ষ বলেন, পাওয়ারগ্রিডের এহেন সহায়তা শিলচর মেডিক্যাল কলেজে আরও ভালো চিকিৎসা সেবা প্রদানের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে মনে করেন তিনি। আর মেডিক্যাল এই ক্ষমতার পরিসর বৃদ্ধি হলে স্বাভাবিকভাবেই  বরাক উপত্যকা এবং তার বাইরের হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি করে ডাঃ ভাস্কর গুপ্ত।

পরিকাঠামো ও রোগীর স্বাচ্ছন্দ্যের বিকাশে শিলচর মেডিক্যাল ও পাওয়ার গ্রিডের চুক্তি

সভায় পাওয়ার গ্রিড কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিন্দ দেব লস্কর প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে সমাজের সামগ্রিক উন্নয়নে তাদের প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “পাওয়ারগ্রিডে, আমরা শুধু বিদ্যুত ট্রান্সমিশনের মাধ্যমেই নয়, সমাজের অর্থপূর্ণ বিকাশের ক্ষেত্রেও অগ্রগতি চালাতে বিশ্বাস করি। স্বাস্থ্যসেবায় পাওয়ার গ্রিডের এই বিনিয়োগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার সুবিধা নিশ্চিত করার একটি পদক্ষেপ বলে দাবি করেন। তিনি এও বলেন, নিজেদের কাজের বাইরেও তাদের দায়বদ্ধতা রয়েছে। এটি সাধারণত মানুষের ক্ষমতায়ন এবং দীর্ঘমেয়াদী লাভালাভকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে সহকারী কমিশনার এবং শাখা আধিকারিক (স্বাস্থ্য) জোনালী দেবী, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায় সহ চিকিৎসা পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News