শিলচর-ইম্ফল জাতীয় সড়কে ধস, বন্ধ যাতায়াত

শিলচর-ইম্ফল জাতীয় সড়কে ধস, বন্ধ যাতায়াত

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : আশ্বিনের প্রবল বৃষ্টি যেন রেকর্ড তৈরি করেছে। শনিবার রাতে মুষলধারে বৃষ্টির ফলে অনেক স্থানেই কৃত্রিম বন‍্যার সৃষ্টি হয়েছে। আবার কোথাও ধসে পড়লো টিলাভূমিও। ভারি বৃষ্টিপাতে ধস পড়ে ৩৭ নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টিতে জুজাং পাহাড়ের ধস শিলচর-ইম্ফল ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর পড়ল। যারফলে রবিবার সকাল থেকে যাতায়াত বন্ধ রয়েছে।

পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের কর্মকর্তা একটি মাত্র এস্কেকেভেটর দিয়ে মাটি সরিয়ে সড়কটি যাতায়াতের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুজাং পাহাড়ে জাতীয় সড়ক এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন।

এদিকে রাস্তা বন্ধ হওয়ায় দুই দিকে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। পাশাপাশি যাত্রীরাও চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

Spread the News
error: Content is protected !!