দীনেশ প্রসাদ গোয়ালাকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস

বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : প্রাক্তন মন্ত্রী এবং প্রখ্যাত চা শ্রমিক নেতা, প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালা ৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে শিলচর জেলা কংগ্রেস। রবিবার সকালে প্রয়াত গোয়ালার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি অভিজিৎ পল, এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, দেবদীপ দত্ত, নিশিকান্ত সরকার, কুলেন্দ্র দাস, সজল দাস, পাখি পল, রনোজিৎ দেবনাথ, জ্যোতি দাস প্রমুখ।

দীনেশ প্রসাদ গোয়ালাকে স্মরণ করল শিলচর জেলা কংগ্রেস

এরপর অনুষ্ঠিত হয় প্রয়াত নেতার জীবন ইতিহাসের ওপর ‘চা বাগান আনদলোনের একটি পরিচয়’ শীর্ষক সেমিনার। সভাপতি অভিজিৎ পাল গরীব মানুষের উন্নয়নের জন্য গোয়ালা জির কাজ এবং দলের জন্য তাঁর উৎসর্গের কথা তুলে ধরেছেন। সঞ্জীব রায় তাঁকে শুধু বরাক উপত্যকার নয়, আসামের চা বাগান আন্দোলনের মেরুদণ্ড হিসাবে বর্ণনা করেছেন। অন্যান্য বক্তারা ছিলেন রনোজিৎ দাবনাথ, সজল দাস এবং আরও অনেকে। সন্ধ্যায়, ইন্দিরা ভবন প্রাঙ্গণে শহিদ বেদীতে, নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Author

Spread the News