শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ, প্রদেশ কংগ্রেসে তমাল

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচর জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন অভিজিৎ পাল। বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার চালিয়ে যাওয়া তমাল কান্তি বণিককে করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। বুধবার সর্বভারতীয় কংগ্রেস সভাপতির অনুমোদন ক্রমে সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই নির্দেশ জারি করেছেন। নির্দেশে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি পদে বদল করা হলেও করিমগঞ্জ জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি রজত চক্রবর্তীকেই অভিজিতের মতো পূর্ণকালীন সভাপতি হিসেবে আসীন করা হয়েছে। একইভাবে হাইলাকান্দি জেলা কংগ্রেসেও ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন বড়লস্করকে করা হয়েছে পূর্ণকালীন সভাপতি ।

এদিন নির্দেশ হাতে পাওয়ার পর শিলচর জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি অভিজিৎ পাল বলেন, ১৯৯৮ সাল থেকে তিনি দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। যখন যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা চালিয়েছেন। এবার জেলা সভাপতি হিসেবেও একইভাবে চেষ্টা চালিয়ে যাবেন তিনি। তার লক্ষ্য থাকবে লবিবাজির অবসান ঘটিয়ে সবাইকে এক ছাতার তলায় এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। অভিজিৎ বলেন, প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্য থেকে ধরে অরুণ দত্ত মজুমদারের মতো ব্যক্তিত্ব শিলচর জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন। এই পদের গুরুদায়িত্ব তিনি বোঝেন। সে কথা মাথায় রেখেই তিনি কাজ করবেন। বিশেষত দলের পুরনো নেতাকর্মীদের সম্মান দিয়ে সক্রিয় করে তোলা হবে তার লক্ষ্য। কথাপ্রসঙ্গে বিদায়ী সভাপতি তমাল বণিকেরও প্রশংসা করে বলেন গত প্রায় এক বছর তিনি খুবই ভালোভাবে সভাপতির দায়িত্ব সামলেছেন। এবার দল চালাতে তমালের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন বলে আশা করছেন।

এদিকে তমাল বলেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী। সবসময়ই দলের মঙ্গলের জন্য কাজ করে গেছেন, আগামী দিনেও অব্যাহত থাকবে তা। যদিও এপিসিসির সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব নিয়ে তিনি কিছু বলেননি। এ নিয়ে জিজ্ঞেস করলে বারবার একই জবাব দিয়ে বলেন, তিনি দলের একনিষ্ঠ কর্মী বা ক্যাডার, দল যাতে এগিয়ে যায় সেই লক্ষ্যেই কাজ করে যাবেন তিনি। সঙ্গে এও বলেন, না চাইতেই দল তাকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছিল, আসীন করেছিল জেলা সভাপতি পদেও। তাই দলের শীর্ষ নেতৃত্বকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন।

এদিকে রদবদলকে ঘিরে অভিজিৎ এবং তমাল দু’জনই বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেও জেলা কংগ্রেসের অভ্যন্তরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা চর্চা। বিশেষত চর্চায় চলে আসছে, বিগত দিনে দলের অভ্যন্তরে চলে আসা লবিকেন্দ্রিক নানা ঘটনাক্রম। এই পরিস্থিতিতে এবার জল কোন দিকে গড়ায় দেখার বিষয় তা-ই।

Author

Spread the News