শিলচরে অসমী বৈশাখী মেলা শুরু, হাইলাকান্দিতে মঙ্গলবার থেকে

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : অসম রাজ্য জীবিকা মিশনের শিলচর শাখার উদ্যোগে সোমবার থেকে শিলচরে অসমী বৈশাখী মেলার আয়োজন করা হয়। শহরের ইন্ডিয়া ক্লাব রোডে সেলিব্রেশন বেনকুয়েট হল তারাপুরে অসমী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন তাদের সম্মান জানানো হয়।মেলাটি চলবে তিন দিনব্যাপী। এতে এসএজি গ্রুপের ও আত্মসহায়ক গ্রুপের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রীর প্রদর্শনী ও কাপড়ের দোকান, পিটাপুলির দোকান বিভিন্ন ধরনের সাজ সামগ্রী দোকান সহ বিক্রির স্টল থাকবে। এই অসমী পৌষ মেলাতে বিভিন্ন ধরণের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন তাঁরা আত্মসহায়ক গ্রুপ সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হবেন তা সহ কৃষকরা কি ভাবে আগামীদিনে উন্নতি করবেন তা নিয়ে বক্তব্য রাখেন। এই অসমী বৈশাখী মেলা অনুষ্টানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার ডিডিসি রাজীব রায়, ডিস্ট্রিক্ট অ্যাগ্রিকালচার অফিসার, শিলচরে সাংসদ প্রতিনিদি পুলক দাস, কাটিগড়ার বিধায়কের প্রতিনিধি জাভেদ মিয়াদাদ লস্কর, কৃষি আধিকারি আব্দুল রাজ্জাক মজুমদার, জেলা পরিষদের সিইও সহ সরকারি অদিকারিকরা উপস্থিত ছিলেন।

শিলচরে অসমী বৈশাখী মেলা শুরু, হাইলাকান্দিতে মঙ্গলবার থেকে

হাইলাকান্দির টাউনহলে মঙ্গলবার থেকে অসম রাজ্য গ্রামীন জীবিকা মিশনের উদ্যোগে অসমী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলাটির উদ্বোধন করা হবে মঙ্গলবার বেলা একটায়।এটতে এসএইচজির দ্বারা উৎপাদিত সামগ্রীর বিক্রির বিপনি থাকবে। এছাড়া থাকবে সাংস্কৃতিক কার্যক্রম প্রতিদিন বিকেলে।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News