সাইলেন্সার বদল বাইক চালকদের বিরুদ্ধে অভিযান, শিলচরে আটক ১৫টি

বরাক তরঙ্গ, ১০ জুন : বাইকের সাইলেন্সার বদল করা শব্দদানবের বিরুদ্ধে অভিযান শুরু করলো শিলচর পুলিশ। শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এপর্যন্ত আটক করা হয়েছে ১৫টি বাইক।

কোম্পানিগুলো যখন বাইক তৈরি করে তখন এমন সাইলেন্সার লাগানো হয় যাতে বাইকটি চলার সময় কোনওভাবে শব্দ দূষণের নির্ধারিত গণ্ডি পেরোতে না পারে। কিন্তু রুপালি পর্দার হিরোদের অনুকরণ করতে গিয়ে অনেকেই এই নির্ধারিত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে পছন্দ করেন না। নানাভাবে কারিগরি করে সাইলেন্সার বদলে এমনভাবে লাগানো হয় যাতে সৃষ্টি হয় বিকট শব্দের। এই শব্দে আশপাশের লোকেদের কান ঝালাপালা হওয়ার উপক্রম হলেও এদের কোনও পরোয়া নেই। অন্যান্যদের নজর কাড়তে তারা বেপরোয়া হয়েই চালিয়ে যায় এসব। শিলচরে এমন বাইক চালকদের নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছিল পুলিশের কাছে। তাই পুলিশ এবার এদের শায়েস্তা করতে নেমেছে অভিযানে।

শিলচর ট্রাফিক পুলিশ থানার ইনচার্জ মানব মালাকার জানিয়েছেন, শনি এবং রবিবার দু’দিনে ১৫ টি বাইক আটক করার পরও অভিযান অব্যাহত রয়েছে। ধরা হবে এমন আরও বাইক। এসব বাইক মোটর ভেহিকল ইন্সপেক্টর (এমভিআই) কে দিয়ে পরীক্ষা করানোর পর প্রতিটি বাইকের মালিককে যানবাহন আইন অনুযায়ী জরিমানা করে শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার খুলে ফেলা হবে। তিনি জানান, জরিমানার পরিমাণ হবে যানবাহন আইনের ১৯০(২) ধারায় ১০ হাজার টাকা এবং সঙ্গে ১৯৪ এফ (বি) ধারায় জরিমানা হবে আরও ১ হাজার টাকা। সব মিলিয়ে এদের জরিমানা গুনতে হবে ১১ হাজার টাকা। ট্রাফিক পুলিশের অন্য এক সূত্রে জানা গেছে, যাদের বাইক আটক করা হয়েছে এরা বেশিরভাগই উঠতি যুবক।

Author

Spread the News