বিপিএল : শেষ চার নিশ্চিত করল শিলচর ও  করিমগঞ্জ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চার নিশ্চিত করল নভোটিয়াস ইলেভেন শিলচর ও কিংস ইলেভেন করিমগঞ্জ। সোমবার প্রথম ম্যাচে ধলাই মুনলাইট ক্লাবের বিরুদ্ধে ৪৯ রানে জেতে কিংস ইলেভেন। নভোটিয়াস ইলেভেনের বিরুদ্ধে ভাল লড়াই করেছে উমং বদরপুর। তবে শেষ পর্যন্ত সুবিধে করতে পারেনি।

সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে প্রথম ম্যাচে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ উইকেটে ১২২ রান তোলে কিংস ইলেভেন করিমগঞ্জ। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সাহিল জৈন। উল্লেখযোগ্য রান পান অভিশান্ত বক্সি (২১), অরিজিৎ দত্ত (১৩) ও প্রিয়াংশু গৌতম (১১)। দু’টি করে উইকেট নেন মুনলাইটের পুষ্পরাজ শর্মা ও পারভেজ আজিজ। কিংস ইলেভেনের দুই বোলার নওয়াজ ও শিবশঙ্করের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে সুবিধে করতে পারেনি মুনলাইট। ১৬ ওভারে ৭৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। দুই ওপেনার অঙ্কুশ (১০) ও জিতু আলি (২৩) দু অঙ্কের রান করলেন। ৪ ওভার হাত ঘুরিয়ে মোটে ৩ রান খরচ করে চার উইকেট নেন নওয়াজ। নিজের ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট পান রনজি তারকা শিবশঙ্কর। নওয়াজ ও শিবশংকর উভয়ে যথাক্রমে ম্যাচ সেরা ও মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের সম্মান পান। দিনের দ্বিতীয় ম্যাচে নভোটিয়াসের শুরুটা আহামরি হয়নি। আট ওভারে তদের স্কোর ছিল ৪৮/৫। দলের ওপেনার অভিষেক ঠাকুরি (২৬ বলে ২৫) কিছুটা খেলে দিলেও সম্পূর্ণ ব্যর্থ অধিনায়ক স্বরূপম পুরকায়স্থ, ময়াঙ্ক রাওয়াত, বিরাট সিং ও কৌশিক কুমার সিং।

বিপিএল : শেষ চার নিশ্চিত করল শিলচর ও  করিমগঞ্জ

তবে শেষ ৯ নম্বর ওভার থেকে চিত্রটা সম্পূর্ণ পাল্টে দেয় নভোটিয়াস। পাল্টে দেন উইকেটকিপার-ব্যাটার আয়ুষ আগরওয়াল, অর্জুন রাপরিয়া ও রজ্জাকউদ্দিন আহমদ। ধোঁয়াধার ব্যাটিং করে তাঁরা স্কোর নিয়ে যান দেড়শোর ওপারে। ৮ উইকেটে ১৬৭ রানে শেষ করে নভোটিয়াস। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে ৬৩ রানের দুরন্ত ইনিংস খেলে দেন তিনসুকিয়ার ক্রিকেটার আয়ুষ আগরওয়াল। তাঁর চোখ ধাঁধানো ইনিংসে বাউন্ডারি ছিল ছয়টি। ছক্কা তিনটি। অর্জুন ৪০ রান করেন ২৯ বলে। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি। রজ্জাকের স্কোর ১৩ বলে ২৫ রান। উমংয়ের ভারত নেওয়ার ও দিলোয়ার হুসেন দু’টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে উমং ১৩ রানে ২ উইকেট হারায়। তবে এখান থেকে খেলাটা ধরলেও কোনও ব্যাটার বড় স্কোর করতে না পারায় ৭ উইকেটে ১৩৯ রানে থেমে যেতে হয় তাদের। ইয়াসির আলি ৩৩, হিফজুল হক ২৮, তেজ খান ২৮ ও শিবম ঘোষ করেন ২৬ রান। নভোটিয়াসের রোশন আলম ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। বাকি ৪ উইকেট ভাগ করে নেন অর্জুন ও অভিলাষ গগৈ। ম্যাচ সেরা হন আয়ুষ। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার অর্জুন।
এদিনের ম্যাচ পরিচালনা করেন সঞ্জীব রায় ও রঞ্জু চন্দা। স্কোরার দীলিপ কুমার দাস।

Author

Spread the News