পিকনিকের মরসুম, শিবসাগর পুলিশ জারি করল বিশেষ SOP

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : শুরু হয়েছে পিকনিকের মৌসুম। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ-উৎসবে মেতে একদিন প্রকৃতির কোলে কাটাতে প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পিকনিক স্পটে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা।

এই পরিস্থিতিতে পিকনিক মৌসুমকে সামনে রেখে শিবসাগর পুলিশ বিশেষ SOP জারি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পিকনিক দলের জন্য নির্ধারণ করা হয়েছে ৭ দফা সতর্কতা। সামান্য ভুলেও বড় বিপদের আশঙ্কা— এমনটাই জানিয়েছে পুলিশ।

নির্দেশ অনুযায়ী, পিকনিকে যাওয়ার সময় গাড়ির চালককে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক থাকতে হবে। পিকনিক দলের কোনও সদস্যই কোনও ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করতে পারবেন না। চালকের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক।

পিকনিকে ব্যবহৃত বাহনের কার্যক্ষমতা পরীক্ষা করেই যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত তারিখের আগের দিন রাত পর্যন্ত চালকের পরিবর্তে একজন বিকল্প চালক প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। কারণ পর্যাপ্ত ঘুম না হলে চালকের গাড়ি চালাতে সমস্যা হতে পারে এবং তাতে বাড়তে পারে দুর্ঘটনার আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *