সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের চতুর্থবার সভাপতি হলেন সিব্বাল

১৭ মে : সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি হলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল। বৃহস্পতিবার নির্বাচনে সিব্বাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্ষীয়ান আইনজীবী প্রদীপ রাইকে প্রায় ৩৭৭ ভোটে পরাস্ত করেন। মোট ২৪০০ জন ভোটারের মধ্যে সিব্বালের পক্ষে ভোট দেন ১০৬৬ এবং রাইয়ের পক্ষে ভোট পড়ে ৬৮৯। বিদায়ী সভাপতি ডঃ আদিশ সি আগরওয়ালা ভোট পান ২৯৬। (শেষ পাওয়া খবর পর্যন্ত এই পরিসংখ্যান। যা চূড়ান্ত বলে ঘোষিত হয়নি)। এই নির্বাচনে অংশগ্রহণকারী অনান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন প্রিয়া হিঙ্গোরানি, ত্রিপুরারি রায়, নীরজ শ্রীবাস্তব। মোট ২৪০০ জন ভোটার ছিলেন।

প্রসঙ্গত, ৯ মে ছিল এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল ১২ মে। এসসিবিএ’র নির্বাচনে মহিলাদের জন্য নুন্যতম এক তৃতীয়াংশ সংরক্ষণ কার্যকর করার যে নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট দিয়েছিল এবারই তা কার্যকর হল। এই নির্বাচনে রচনা শ্রীবাস্তব সহসভাপতি পদে এবং বিক্রান্ত যাদব সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

হার্ভাড ল স্কুল থেকে স্নাতক সিব্বাল অবশ্য এই প্রথম নয়, এর আগেও তিনটি মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সামলেছেন। ১৯৯৫ থেকে ২০০২, টানা তিনি এই পদে ছিলেন।

Author

Spread the News