ঘুষ : সিএম ভিজিল্যান্সের হাতে গ্রেফতার এসআই
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : দক্ষিণ শালমারা মানকাচর জেলার ফকিরগঞ্জে অভিযান চালায় সিএম ভিজিল্যান্স। অভিযান চালিয়ে
ফকিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজিয়েল হককে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করা হয়।
উপ-পরিদর্শক ফাজিয়েল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। সোমবার মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স অভিযানে ডেপুটি ইন্সপেক্টরকে হাতেনাতে গ্রেফতার করে।
জানা যায়, মামলা নিষ্পত্তির নামে ভুক্তভোগীর কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করেন। সোমবার ৮ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় সিএম ভিজিল্যান্স দল তাকে গ্রেফতার করা হয়। দলটি বর্তমানে ফাজিয়েল হককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।