অনূর্ধ্ব-১৫ রেটিং দাবায় সেরা শিলচরের শুভদীপ

বরাক তরঙ্গ, ১৬ মে : ৪৮তম অল আসাম অনূর্ধ্ব-১৫ ফিডে রেটিং ওপেন চেস চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান দখল করলেন শিলচরের শুভদীপ রায়। শিলচরের ডনবস্কো স্কুলে ১০-১২ মে এই প্রতিযোগিতার আয়োজন করে ই ফোর চেস অ্যাকাডেমি এবং কাছাড় জেলা দাবা সংস্থা। রাজ্যে সেরা উঠতি দাবাড়ুরা প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে কাছাড় জেলার হয়ে খেলতে নেমে মর্যাদার এই কৃতিত্ব অর্জন করে শুভদীপ। সোমবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডনবস্কো স্কুলের ফাদার।

এদিকে, শুভদীপের এই সাফল্যে ক্রীড়া মহলের অনেকেই শুভেচ্ছা জানিয়ে তাঁকে উৎসাহিত করেছেন। রাজ্য দাবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্য বলেন, কাছাড়ে অনেক প্রতিভাবান দাবাড়ু আছেন। এ ধরনের প্রতিযোগিতা তাঁদের আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

অনূর্ধ্ব-১৫ রেটিং দাবায় সেরা শিলচরের শুভদীপ
Spread the News
error: Content is protected !!